আসসালামুয়ালাইকুম পাঠক।
আশা করছি আমাদের সাথে থেকে ভালোই আছে। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ও আসাধারন ট্রিক শেয়ার করতে চলেছি। হ্যা, আজকে আমি আপনাদেরকে জানাবো, কীভাবে ফ্রিতে ফেসবুক চালাবেন। তাও আবার সকল ছবি দেখতে পারবেন। চলুন শুরু করা যাক,
আশা করছি আমাদের সাথে থেকে ভালোই আছে। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ও আসাধারন ট্রিক শেয়ার করতে চলেছি। হ্যা, আজকে আমি আপনাদেরকে জানাবো, কীভাবে ফ্রিতে ফেসবুক চালাবেন। তাও আবার সকল ছবি দেখতে পারবেন। চলুন শুরু করা যাক,
- প্রথমে এই লিংক থেকে এপ টি (Facebook Lite) ডাউনলোড করে নিন।
- তার পর ইন্সটল করুন।
- এপ টি ওপেন করুন
- আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ চাপুন।
- এভাবে থেমে যেতে পারে,তবে হতাশ হবেন না।হোম বাটন চেঁপে বেরিয়ে যান। রিসেন্ট এপ থেকে এইটাকে সরান। তার পর আবার এপ টি ওপেন করুন। ব্যাস, কাজ শেষ।
Wow. nice trick. I loved it.
উত্তরমুছুন