Chat Now

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর


১। ফেইসবুক একাউন্ট ডিলিট করতে হয় কিভাবে?

উওরঃ   https://www.facebook.com/help/delete_account  এই লিঙ্কে যান > Delete my account > password দিয়ে ok করেন।  ১৪ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে।

নোটঃ আপনি চাইলে এই ১৪ দিনের মধ্যে আবার ডিলেশনের ব্যাপারটা ক্যানসেল করে দিতে পারবেন। এর জন্য লগ ইন করতে হবে। লগ ইন করলে ক্যানসেল করার অপশন টা দিয়ে দেবে।



২। ফেইসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করলেও ম্যাসেজ আসে কেন?

উওরঃ ব্রাউজার থেকে ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট করলেও ম্যাসেঞ্জার ডিএক্টিভেট হয় না। যার  জন্য ম্যাসেজ আসে।



৩। তাহলে  ফেইসবুক আইডির সাথে ম্যাসেঞ্জার ডিএক্টিভেট করবো কিভাবে?

উওরঃ ম্যাসেঞ্জার ডিএক্টিভেট করতে হলে আগে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে হবে। অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে ম্যাসেঞ্জারে আসেন।



তারপর পিকের মত  উপরের ডান কোনার ঐ গোল চিহ্নে ক্লিক করেন। এরপর যে পেজ আসবে ঐ পেজের একবারে নিচে Privacy & Terms নামের একটা অপশন পাবেন। ঐখানে ক্লিক করলেই পরের পেজে ম্যাসেঞ্জার ডিএক্টিভেটের অপশন পাবেন। এইখান থেকে ডিএক্টিভেট করলে  আপনার আইডির সাথে ম্যাসেঞ্জার ও ডিএক্টিভেট হয়ে যাবে।




রবিবার, ১ অক্টোবর, ২০১৭

সারাজীবন ফ্রিতে ফেসবুক চালান ছবি সহ

আসসালামুয়ালাইকুম পাঠক।
আশা করছি আমাদের সাথে থেকে ভালোই আছে। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ও আসাধারন ট্রিক শেয়ার করতে চলেছি। হ্যা, আজকে আমি আপনাদেরকে জানাবো, কীভাবে ফ্রিতে ফেসবুক চালাবেন। তাও আবার সকল ছবি দেখতে পারবেন। চলুন শুরু করা যাক,


  • প্রথমে এই লিংক  থেকে এপ টি (Facebook Lite) ডাউনলোড করে নিন।
  • তার পর ইন্সটল করুন।
  • এপ টি ওপেন করুন
  • আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ চাপুন।
হ্যা অথবা না তে চাপুন। হ্যা চাপলে ভাল হই।
  • এভাবে থেমে যেতে পারে,তবে হতাশ হবেন না।হোম বাটন চেঁপে বেরিয়ে যান। রিসেন্ট এপ থেকে এইটাকে সরান। তার পর আবার এপ টি ওপেন করুন। ব্যাস, কাজ শেষ।
এইবার উপভোগ করুন ফ্রি ফেসবুক যথন তখন, যেখানে সেখানে।আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ।DOWNLOAD THE APK(1 MB)